বান্দরবান জেলার লামা উপজেলায় পাহাড় কাটার দায়ে ফয়সাল আহমেদ (২২) নামের এক যুবককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সরই ইউনিয়নের লম্বাখোলা এলাকায় বলড্রোজার লাগিয়ে পাহাড় কাটার সময় তাকে এ জরিমানার আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। দন্ডপ্রাপ্ত ফয়সাল আহমদ রাজশাহী জেলার পুঠিয়া এলাকার বাসিন্দা হাসমত আলীর ছেলে।
সূত্র জানায়, গত কয়েকদিন ধরে ফয়সাল আহমদ বুলডোজার দিয়ে পাহাড় কেটে সমতল ভুমি তৈরি করছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন শনিবার দুপুর ১২ টার দিকে লম্বাখোলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ফয়সাল আহমদকে পাহাড় কাটার সময় হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয় বলে জানান উপজেলা ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। তিনি বলেন, পরিবেশ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।