লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় প্রদর্শনীভূক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতজাতের আমের চারা ও অন্যান্য উপকরণ বিতরন করা হয়েছে। গত বুধবার দুপুর ২টার দিকে কৃষি অফিসার রতন চন্দ্র বর্মনের উপস্থিতিতে প্রদর্শনীভূক্ত ১১ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতজাতের আমের চারা কলম, জৈব ও রাসায়নিক সার, বাগানের বেড়া দেয়ার জন্য প্লাস্টিক নেট, বাঁশের খুটি, সাইনবোর্ডসহ অন্যান্য উপকরণ বিতরন করা হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার রতন চন্দ্র বর্মন বলেন, এই অর্থবছরে অত্র উপজেলায় রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। মানসম্মত আম উৎপাদন করে বিদেশে রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, এই প্রকল্পের আওতায় উপজেলায় চার ধরনের প্রদর্শনী বাস্তবায়িত হচ্ছে যেমন-রফতানিযোগ্য নতুন বাগান সৃজন প্রদর্শনী, বিদ্যমান আম বাগানে সার ও বালাই ব্যবস্থাপনা প্রদর্শনী, উত্তম কৃষি চর্চার মাধ্যমে আম উৎপাদন প্রদর্শনী এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার ( প্রুনিং, ব্যাগিং ও বালাই ব্যবস্থাপনা) মানসম্মত আম উৎপাদন প্রদর্শনী।
লামা উপজেলা কৃষি অফিসের সূত্রে জানা যায়, ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় ৩ ব্যাচে মোট ৯০ জন কৃষককে রফতানিযোগ্য আম উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রকল্প আসার পর থেকে আম চাষীদের মাঝে রফতানিযোগ্য আম উৎপাদনের ব্যাপারে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে লামা উপজেলায় উৎপাদিত ১০০০ কেজি আম ইউরোপে রপ্তানির জন্য প্রক্রিয়াধীন আছে । খুব শীঘ্রই আরো কয়েক টন আম বিদেশে রপ্তানির জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে৷