লামা প্রতিনিধি |
‘ক্রীড়াই শীক্ত, ক্রীড়াই বল’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। পৌরসভা এলাকার টিটি এন্ড ডিসি মাঠে আলীকদম উপজেলা একাডেমি বনাম লামা উপজেলা একাডেমির মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এ ম্যাচের আয়োজন করে। ৭০ মিনিটের খেলায় ৩-০ গোলে লামা উপজেলা একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলীকদম উপজেলা একাডেমি। এতে প্রধান রেপারির দায়িত্ব পালন করেন মো. ইব্রাহীম। সহকারী রেপারি ছিলেন, তারেকুল ইসলাম ও মাঈন উদ্দিন।
খেলা শেষে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মো. ইব্রাহীমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন- থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ, কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রফিক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রমুখ।