লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় ২০২রাজস্ব খাতের কর্মসূচীর আওতায় ব্রি ধান ৯৬ এর কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার কলিঙ্গাবিল পাড়ার কৃষক এনায়েত হোসেনের জমিতে এ দিবস মাঠ দিবস পালন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত দিবসে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল। এতে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মরিয়ম বেগম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া, সিমিত বাংলাদেশের এডিও মাসুদ করিম প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এতে অংশ গ্রহণ করেন অর্ধশতাধিক কৃষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।