লামা প্রতিনিধি |
বান্দরবানের পাহাড়ি অঞ্চলে ভিন্ন আয়োজনের পালন করা হয়েছে আন্তর্জাতিক বন দিবস ২০২৫। শনিবার দুপুরে (২২ মার্চ) জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা এলাকার জীনামেজু অনাথ আশ্রমে দিবসটি পালন করা হয়। ইউকে-ইন্টারন্যাশন্যাল ডেভেলপমেন্ট’র অর্থায়নে দিবসটি বাস্তবায়ন করে বেসরকারী সংস্থা রেডা, সহযোগী সংস্থা আরণ্যক ফাউন্ডেশন ও তহ্ জিংডং। এ উপলক্ষ্যে ‘বন বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে এক র্যালি বের করা হয়। র্যালি শেষে জীনামেজু অনাথ আশ্রম প্রাঙ্গনে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ইয়াংছা মৌজা হেডম্যান ক্যহ্লাচিং মার্মা। জীনামেজু অনাথ আশ্রমের পরিচালক উ. নন্দ মালা মহাথেরো’র সভাপতিত্বে আলোচনায় ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য আনাই মার্মা, রেডা সিএইচটি-এসএফএলআর প্রকল্প কর্মকর্তা মংহ্লাছিং ও সাংবাদিক মো. নুরুল করিম আরমান বিশেষ অতিথি ছিলেন।
রেডা সিএইচটি-এসএফএলআর প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মেওয়াচিং মারমা’র সঞ্চালনায় দিবসের আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশ্রমের শিক্ষক, শিক্ষার্থী, অরণ্যক ফাউন্ডেশন ও তহ্জিংডং প্রতিনিধি প্রমুখ। এর আগে আশ্রমের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। দিবসে উপস্থিত সকলে বন উন্নয়নের সার্বিক সহযোগীতায় প্রতিশ্রুতি বদ্ধ হন।