মো. নুরুল করিম আরমান |
দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা ঝাঁকঝমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত বান্দরবান জেলার লামা উপজেলা শহরের মধুঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সকাল থেকে শত শত সদস্যদের পদচারণায় মুখরিত হয়ে বিদ্যালয় মাঠ। জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় সভার কার্যক্রম।
মৌচাকের প্রতিষ্ঠাতা সিইও এম. জয়নাল আবেদীনের সঞ্চালনায় ও সংস্থার চেয়ারম্যান আব্দুর শুক্কুরের সভাপতিত্বে সভায় সংস্থার সাবেক ডিরেক্টর নুর মোহাম্মদ,সমীরণ কান্তি দাশ, কালব’র জেলা ব্যবস্থাপক ও ইসলামী শরীয়াহ বোর্ডের সদস্য সচিব মোহাম্মদ ইয়াহিয়া সাবেক সভাপতি, সদস্য মাওলানা মোহাম্মদ আজিজুল হক, মাওলানা জহুরুল হক, সংস্থার সাবেক সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম, সংস্থার সেক্রেটারী হাবিবুর রহমান প্রমুখ উপস্থি’ত ছিলেন।
লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ১৯৯২ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। মাত্র ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে এ সংস্থার সাধারণ সদস্য সংখ্যা প্রায় ১৩ হাজার, আর বর্তমান মূলধন প্রায় ৬০ কোটি টাকা। শেষে অনুষ্ঠিত হয় র্যাফল ড্র। ১২৩ জন ভাগ্যবান বিজয়ী পুরষ্কার জিতে নেন এবং নিয়মিত সাধারণ ও শিশু সদস্যদের ১০ জনকে পুরষ্কার দেওয়া হয়।
সভায় বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার সেক্রেটারী হাবিবুর রহমান। ২০২৩-২৪ অর্থ বছরের নিরীক্ষিত আয়-ব্যয় হিসাব অনুমোদন, লভ্যাংশ বন্টন প্রস্তাব অনুমোদন, ২০২৩-২০২৪ অর্থ বছরের সম্পূরক বাজেট, ২০২৪-২০২৫, ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। সভায় চিকিৎসা সেবা, মৌচাক টাওয়ার নির্মাণ, বৃদ্ধাশ্রম, এতিমখানা, সেলাই প্রশিক্ষণ, সিইউডিসিসি প্রশিক্ষণের বিষয় অধিক গুরুত্ব পায়।
এ বিষয়ে মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও এম. জয়নাল আবেদীন বলেন, সদস্যদের জীবনমান উন্নয়নের জন্য গুনগত সেবা নিশ্চিত করন উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু যাত্রা শুরু করে মৌচাক। আজকের এই সফলতার অংশীদার সংস্থাটির সকল সাধারণ সদস্য, পরিচালনা কমিটি ও কর্মকর্তা কর্মচারীরা। আগামীতে আরো নতুন নতুন উন্নয়নমূলক কাজ নিয়ে মৌচাক এগিয়ে যাবে।