লামা প্রতিনিধি |
মৎস্য ও মৎস্যজাত উৎস্য হতে প্রাণিজ আমিষের পুষ্টি চাহিদা পূরণ, দারিদ্র হ্রাস ও রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক ‘স্টেকহোল্ডার ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। মৎস্য কর্মকর্তা মামুনুর রহমানের সঞ্চালনায় “পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। উপজেলা নিবাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে কর্মশালায় পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ বিশেষ অতিথি ছিলেন। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন- বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল। এতে অনুভূতি প্রকাশ করে মৎস্য চাষী ও উদ্যোক্তা নুর মোহাম্মদ মিন্টু, মো. ইসহাক, আনোয়ার হোসেন, আবদুল হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।