ক্রীড়া প্রতিবেদক।
শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে রামু ফুটবল ট্রনিং সেন্টারকে ২-১ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে চেয়ারম্যান পাড়া ফুটবল একাদশ। শেষে খেলা পরিচালনা কমিটির আহবায়ক আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা আবুল কালাম, মো. ইউসুফ আলী প্রমুখ অতিথি ছিলেন। হাজারো দর্শক খেলা উপবোগ করেন।
খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সাফায়েত হোসেন রাসেল বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত