ক্রীড়া প্রতিবেদক।
শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে মালুৃমঘাট ত্রিপুরা ট্রাভেলসকে ট্রাইবেকারে ৫-৩ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে মানিকপুর ফুটবল একাডেমী। শেষে খেলা পরিচালনা কমিটির আহবায়ক আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান অতিথি ছিলেন। হাজারো দর্শক খেলা উপবোগ করেন।
খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সাফায়েত হোসেন রাসেল বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারী টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।