লামা প্রতিনিধি।
বেদখলকৃত শ্মশানের জায়গা পুনরুদ্ধার করেছেন লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা। ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব শিলেরতুয়া এলাকার নয়া পাড়াস্থ মারমা সম্প্রদায়ের শ্মশানের জায়গা উদ্ধার করেন তিনি।
জানা যায়, একটি মহল দীর্ঘ বছর ধরে শীলেরতুয়া এলাকার শ্মশানের জায়গা জবর দখল করে রাখেন। এতে মারমা সম্প্রদায়ের লোকজনের মৃত্যু হলে সতকারে চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান জায়গা উদ্ধারের উদ্যোগ নেন। এক পর্যায়ে রবিবার সকালে স্থানীয় ইউপি মেম্বার সহ এলাকার গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে শ্মশানের জায়গা পুনরুদ্ধার করা হয়। চেয়ারম্যানের এ মহত কাজের ভূয়শী প্রশংসা করেন স্থানীয়রা। তারা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শ্মশানের জায়গা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মারমা বলেন, শত বছরের শ্মশানের জায়গা একটি পক্ষ জবর দখল করে রেখেছিল।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত