লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার বিকেলে সম্পন্ন হয়েছে। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এগ্রো সার্ভিস সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে এসএএও, শিক্ষক-শিক্ষিকা, মৎস্য, প্রাণি সম্পদ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা, তথ্য আপা, ইমাম, পুরোহিত, সাংবাদিক এবং এনজিও সহ বিভিন্ন দপ্তরের ৩০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন।
গত সোমবার (২৪ ফেব্রুয়ারী) এ প্রশিক্ষণ শুরু হয়। এতে কৃষি অধিদপ্তরের বান্দরবান জেলার উপ-পরিচালক এম এম শাহ নেওয়াজ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এখিং মার্মা, কৃষি কর্মকর্তা মো. আশরাফুজ্জ¥ান, প্রাণী সম্পদ কর্মকর্তা শাহরিয়ার বিন গিয়াস, বারটান প্রধান কার্যালয়ের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও সহকারি প্রশিক্ষক মো. অহিদুল ইসলাম ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া পুষ্টি বিষয়ে বিস্তারিত ধারণা দেন। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিটিউটের (বারটন) কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের (বারটন অংগ) আওতায় অনুষ্ঠিত হয় এ প্রশিক্ষণ।