লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলার স্বপ্ন কানন বিদ্যাপীঠের এসএসসি প্রথম ব্যাচ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী এলাকাস্থ বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধণা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন ও রুপসীপাড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষার্থী মোহনা আক্তার মিম, মো. সাজ্জাদুল ইসলাম। ফারজানা আক্তার ও শতাব্দি বড়ুয়া মানপত্র পাঠ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপেল বড়–য়া বলেন, স্বন্ন কানন বিদ্যাপীঠটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম ব্যাচে ৩৭ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও বাঙ্গালী শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করতে যাচ্ছে। আশা করি পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবেন এ শিক্ষার্থীরা।