নিজস্ব প্রতিবেদক |
জনমত সৃষ্টির লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগ এ জন সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক মুক্তির ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ফসিউল আলম।
এতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিংপ্রু জেরী প্রধান অতিথি ছিলেন। বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণি, উপজেলা বিএনপি সভাপতি মো. আমির হোসেন ও সাধারণ সম্পাদক থোয়াইনু অং চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেন, মহিলা দলের সভানেত্রী জোসনা বেগম প্রমুখ এতে বিশেষ অতিথি ছিলেন। জনসভায় দলের জেলা, উপজলা ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।