লামা প্রতিনিধি।
বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার পৃথক এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হোছাইন চৌধুরী, সাংগঠনিক সললম্পাদক লুৎফুর রহমান, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া বসরী ও সাধারণ সম্পাদক সন্জু রানী দে প্রমুখ অতিথি ছিলেন। কমিটি গঠন শেষে নব নির্বাচিতদের হাতে কমিটির তালিকা তুলে দেন ফাতেমা পারুল।