লামা প্রতিনিধি।
বান্লাদরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিরিঞ্জা ম্রো পাড়ায় মাংকুম ম্রো (৬২) মামের একজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সন্ধ্যায় পাড়া সংলগ্ন ঝিরিতে এই ঘটনা ঘটে। স্বজনেরা রাত পৌনে ৮টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মোঃ জোনায়েদ রোগীর অবস্থার অবনতি হওয়ায় চমেক হাসপাতালে রেপার করেন। তবে কি কারণে মাংকুম ম্রো কে কুপিয়েছে দুর্বৃত্তরা তার কারণ জানা যায়নি। মাংকুম ম্রো ওই পাড়ার মেনক্লং ম্রো’র ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, এ ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।