লামা প্রতিনিধি |
মো. ইব্রাহিমকে আহবায়ক ও মোহাম্মদ আমীর হোসেন’কে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লামা উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বান্দরবান জেলা শাখার সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ভূঁইয়া গত সোমবার (২৪ ফেব্রুয়ারী) কমিটির অনুমোদন দেন। কমিটির অন্য পদেরা হলেন- সিনিয়র যুগ্ন-আহবায়ক থোয়াই সে মং মার্মা, যুগ্ন-আহবায়ক মুজিবুর রহমান মিলন ও মিজানুর রহমান কাজী, সদস্য পদে আব্দুল সালাম, আব্দুল মন্নান, আব্দুল কাদের, মো. রুবেল, শাহাব উদ্দিন শামিম ও হ্লা থোয়াই মার্মা।
কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বান্দরবান জেলা শাখার সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন বলেন, আগামী দুই মাসের মধ্যে উপজেলা ও সকল ইউনিয়নের পুর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে কমিটি অনুমোদন দেওয়ায় দলের বান্দরবান জেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, নবগঠিত কমিটির আহবায়ক মো. ইব্রাহীম ও মোহাম্মদ আমীর হোসেন।