লামা প্রতিনিধি |
মাহমুদুল হাসান ইদ্রিসকে আহবায়ক ও ফরহাদুল ইসলামকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লামা পৌরসভা শাখার ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বান্দরবান জেলা শাখার সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ভূঁইয়া গত সোমবার (২৪ ফেব্রুয়ারী) কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যরা পদেরা হলেন- সিনিয়র যুগ্ন-আহবায়ক সাদ্দাম হোসেন, যুগ্ন আহবায়ক চাঁন মিয়া, মো. ওমর ফারুক, শৈইহ্লা মং মার্মা ও ফজল করিম।
কমিটি গঠনের সত্যতা নিশ্চিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বান্দরবান জেলা শাখার সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন বলেন, আগামী এক মাসের মধ্যে পৌরসভার সকল ওয়ার্ডের পুর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে পৌরসভা শাখা আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় দলের বান্দরবান জেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবগঠিত কমিটির আহবায়ক মাহমুদুল হাসান ইদ্রিস ও ফরহাদুল ইসলাম |