লামা প্রতিনিধি|
বান্দরবান জেলার লামা উপজেলায় একটি রাবার কোম্পানীর স্টাফ ঘর ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিবাদ করায় কোম্পানীর দুই স্টাফকে পিটিয়ে জখমও করে প্রতিপক্ষ। সোমবার ভোরে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি ঢেঁকিছড়া পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- রাবার টেপার মো. জাহেদ ও ইলিয়াছ। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
অভিযোগে জানা যায়, ১৯৯২-৯৩ সালে সরকার কর্তৃক ১২শ ২৫ একর পাহাড়ি জায়গা লীজ প্রাপ্ত হয়ে বাগান সৃজন করে লামা রাবার ই্ন্ড্রাস্ট্রিজ লিমিটেড নামের একটি কোম্পানী। গত কয়েক বছর আগে এ জায়গার মধ্যে ৩০ একর জায়গা ক্ষুদ্র নৃ-গোষ্ঠিরা দাবী করলে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধর কিছু ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায় লোভের বশীভূত হয়ে বিভিন্ন সময় বাগান কেটে দেয়া সহ বিভিন্ন ভাবে হয়রানি করে। পরে ২০২১ সালের দিকে কোম্পানী ওই জায়গায় পূণরায় রাবার বাগান সৃজন করে কোম্পানী। এক পর্যায়ে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রংধজন ত্রিপুরা ও মতি ত্রিপুরার নেতৃত্বে লাংকম মুরুং, রিংরং মুরুং রেংয়েন মুরুং ও রেংয়োং মুরুং সহ ২০-২৫ জন সংঘবদ্ধ হয়ে ঢেকিছড়াস্থ স্টাফ ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে তছনছ করে দেয়। এ সময় বাঁধা দিলে রাবার টেপার মো. জাহেদ ও ইলিয়াছ কে পিটিয়ে জখম করে তারা।
এ বিষয়ে লামা রাবার ইন্ড্রাস্ট্রিজের ম্যানেজার মো. আরিফ হোসেন বলেন, অতীতেও অভিযুক্ত ¤্রাে ও ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন বিভিন্ন সময় রাবার গাছ কেটে দেয় এবং বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে প্রশাসনের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে কোম্পানীকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এ ধারাবাহিকতায় সোমবার ভোরে রংধজন ও মতি ত্রিপুরার নেতৃত্বে ২০-২৫ জন স্টাফ ঘরে হামলা চালিয়ে তছনছ করে দেয় এবং দুই টেপার কে মারধর করে আহত করে। তবে অভিযুক্তদের মধ্যে রংধজন ত্রিপুরা জানান, স্টাফ ঘর ভাংচুরের বিষয়ে তারা কিছ্ইু জানেন না।
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, লামা রাবার ইন্ড্রাস্টিজের স্টাফ ঘর ভাংচুরের বিষয়ে বাগান ম্যানেজার মোবাইল ফোনে জানিয়েছেন, তবে লিখিত অভিযোগ করেননি। অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।