প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৩, ১২:৪০ অপরাহ্ন
লোহাগাড়ার সীমান্তে বিজিবির পিকনিক বাস ও লেগুনা মুখোমূখী সংঘর্ষে নিহত-৩, আহত ৫
নাজিম উদ্দীন,লোহাগাড়া(চট্রগ্রাম)প্রতিনিধি।
চট্টগ্রাম ককসবাজার মহাসড়কের লোহাগাড়ার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)পিকনিক বাসের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৫ জন। শনিবার (৪ মার্চ) সকাল পৌনে ৮টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া সীমান্ত গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চকরিয়া উপজেলার হারবাং ৯নং ওয়ার্ডের কলাতলী এলাকার আবুল বশরের পুত্র মো. হামিদুল্লাহ (২৯), একই এলাকার লাল মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (২৫) ও উত্তর হারবাং করমহুরি পাড়ার দানু মিয়ার পুত্র নজরুল ইসলাম (৩৪)। ঘঠনার প্রত্যক্ষদর্শী সোহাগ মিয়া জানান, কক্সবাজারমুখি বিজিবির পিকনিক বাসের সাথে বিপরীতমুখি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। হতাহতরা সকলে লেগুনার যাত্রী। লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কামাল হোসেনে স্ত্রী নূর আয়শা(৪০), একই ইউনিয়নের কামাল হোসেনের পুত্র মোহাম্মদ মায়াজ(১৫), আজিজনগর চেয়ারম্যান পাড়ার ৩ নং ওয়ার্ডের মৃত রেজাউল করিমের পুত্র মোহাম্মদ শাহাজান(৪০) চুনতী সাতগড় মৌলভীপাড়ার মৃত শফিকুল ইসলামের স্ত্রী সালমা আক্তার(৩৫) ও সালমা আক্তারের কন্যা মিসফার(৩)
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত