ধর্ষকের দ্রুত গ্রেফতার এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ গোল চত্বর অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।
অবস্থান কর্মসূচি প্রত্যাহার শেষে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, জনদুর্ভোগের কথা ভেবে আমরা আমাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করছি। নতুন কোনো কর্মসূচি গ্রহণ করা হলে তা জানিয়ে দেওয়া হবে।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মিছিলসহ শাহবাগের মূল সড়কে অবস্থান গ্রহণ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। মুক্তিযুদ্ধ মঞ্চের সড়কে অবস্থান করার ফলে চারপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ পথে চলাচলকারী মানুষের চরম ভোগান্তি লক্ষ্য করা যায়।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত