লামা প্রতিনিধি ।
বাংলাদশে সুপ্রমি র্কোটরে হাইর্কোট বভিাগে আইনপশো পরচিালনার জন্য বার কাউন্সলিরে মৌখকি পরীক্ষায় উর্ত্তীণ হয়ছেনে বান্দরবান জেলার লামা উপজেলার আইনজীবি জয়নাল আবদেীন সম্রাট। এ উত্তীর্ণের মধ্য দিয়ে তিনি হাইর্কোট বভিাগের সকল মামলার কার্যক্রম পরচিালনা করতে পারবনে। ২৩ আগষ্ট বুধবার বাংলাদশে সুপ্রমি কোর্ট অডেিটারয়িামে আনুষ্ঠানকি ভাবে বার কাউন্সলি থেেক এ ফলাফল ঘোষণা করা হয়। জয়নাল আবেদীন স¤্রাট লামা পৌরসভা এলাকার বাজার ঘাট পাড়ার বাসিন্দা আব্দুর রশিদের একমাত্র ছেলে।
আইনজীবি জয়নাল আবদেীন সম্রাট ২০০৬ সালে লামা ইসলামিয়া ফাজলি মাদ্রাসা থেেক দাখলি, ২০০৮ সালে চট্টগ্রাম বায়তুশ শরফি মাদ্রাসা থেেক আলীম, ইসলামী বশ্বিবদ্যিালয় চট্টগ্রাম থেকে ২০১২ সালে এলএল.বি (অর্নাস) ও ২০১৩ সালে ‘মাস্টার্স অব ল’ সম্পন্ন করনে। ২০১৪ সালে বার কাউন্সিলে অ্যাডভোকেটশীপ প্রাপ্ত হয়ে চট্টগ্রাম ও ঢাকা জজ কোর্টে আইনজীবি পেশায় নিযুক্ত হন। এই আইনজীবি চট্টগ্রাম জলো আইনজীবি সমিতিতে ২০১৯ সালে নির্বাহী সদস্য নির্বাচিত হয়। পরবর্তীতে বান্দরবান জেলার লামা উপজেলা আইনজীবি সমিতির নির্বাচনে অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন তিনি।
বার কাউন্সলিরে মৌখকি পরীক্ষায় উর্ত্তীণ হয়ে এক প্রতক্রিয়িা জানিয়ে জয়নাল আবেদীন সম্রাট বলনে, আইন পশোয় নিযুক্ত হওয়ায় পর থেকে অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছি। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও অসহায় মানুষের কল্যাণে আরও বড় পরিসরে যেন কাজ করতে পারি, -এ জন্য সকলের দোয়া কামনা করছি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত