আলোচনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজিব বলেন, দেশের মানুষ আজ মুক্তি চায়, এ প্রশ্নে কোন আপস করব না। যতই হুমকি মামলা নির্যাতন যাই হোক। মুক্তির সংগ্রামে নাম লিখেছি আমরা সবাই। দেশের মানুষকে জালিম সরকারের শোষণ থেকে মুক্ত করতে হবে। এই মুক্তির সংগ্রামে জীবন দিতে হলেও তাও দিব। আজ বিশ্ব নেতারা আমাদের মত তারাও বুঝে গেছে। আল্লাহর উপর ভরসা রাখুন সবাই।
তিনি আরো বলেন, দলের সবাইকে বলছি কোন গ্রুপিং নই। আমি তারেক রহমানের নির্দেশে হাতিয়া উপজেলা বিএনপিকে আরো শক্তিশালী করতে সবার একসাথে কাজ করা আহ্বান জানান।
এছাড়া নোয়াখালী জেলা বিএনপি’র আয়োজনে দুপুরে মাইজদী শহিদ মিনার সড়কে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।