লামা প্রতিনিধি |
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা উপজেলার হায়দারনাশী উচ্চ বিদ্যালয়ে তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বৃহস্পতিবার বিকেলে সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার খেকে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের নিয়ে ১০ ইভেন্টে খেলাধূলা ও ৯ ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী দিন বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির, হায়দারনাশী মোহাম্মদীয় দাখিল মাদ্রসার সুপার মোহাম্মদ হোসাইন, ইউনিয়ন পরিষদ সদস্য কুতুব উদ্দিন ও হেলাল উদ্দিন, অভিভাবক সদস্য মমতাজুল হক ও নুুরুল গফ্ফার, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাফল ইকবাল চৌধুরী, হায়দারনাশী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা শিমুল সুশীল, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শফিউল আলম প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল বলেন, শিক্ষার্থীদের শরীর ও মনকে সুস্থ রাখতে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধূলার কোন বিকল্প নেই।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত