প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৫, ৩:৪৪ পূর্বাহ্ন
লামায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত
নিজস্ব প্রতিবেদক |
বান্দরবান জেলার লামা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সোলায়মান, মেডিকেল অফিসার ডা. ফরহাদ হোসেন, নার্স ইনচার্জ নীলিমা রানী দে, কম্পিউটার অপারেটর অর্পিতা তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত বলেন, সবার সম্মিলিত সহায়তায় সর্বোচ্চ স্বাস্থ্য সেবা দিতে চেষ্টা করব। আমাদের ভুল থাকলে দেখিয়ে দিবেন আমরা সংশোধনের চেষ্টা করব। হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে কোন ছাড় দেয়া হবেনা। চিকিৎসক, নার্স ও জনবল সংকট রয়েছে। সংকট নিরসনে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, প্রকাশক : প্রদীপ কান্তি দাশ, সম্পাদক : মো. নুরুল করিম আরমান, আইন বিষয়ক উপদেষ্ঠা : এ্যডভোকেট ফয়সাল আজিজ।
সম্পাদকীয় কার্ষালয় : প্রেসক্লাব ভবন (দ্বিতীয় তলা), প্রধান সড়ক, লামা পৌরসভা, বান্দরবান
ই-মেইল paharerkatha@gmail.com, মোবাইল: ০১৭৫০৪৪৪৯৯৬/০১৮১৪৮৪৫০৭৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত