লামা প্রতিনিধি |
বান্দরবান জেলার লামা উপজেলায় উপজেলা পর্যায়ে এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ’র সিপিপি পিএইপি প্রকল্প-২ এর আয়োজনে উপজেলা কার্যালয়ে এ এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ’র সভাপতিত্বে ও সংস্থার মাঠ সহায়ক মিখায়েল ত্রিপুরার সঞ্চালনায় সভায় রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ হিল মারুফ, নুনারবিল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ ছারোয়ার, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোপন চৌধুরী, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মো. আজিজুল হক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী ও প্রকল্পের মাঠ সহায়কগণ অংশ গ্রহণ করেন। এ সভা শেষে ‘মিটিং ওয়ার্কসপ বিটিউইন এডভোকেসি নেটওয়ার্কিং ফোরাম’ ব্যানারে আরেকটি এক সভা অনুষ্ঠিত। এতে বক্তাগণ স্ব স্ব দপ্তরের সেবা সমূহ ও সেবা প্রাপ্তিতে করণীয় দিক সমূহ তুলে ধরেন।