লামা প্রতিনিধি |
‘দুর্যোগে নারীর সুরক্ষায় দরকার সচেতনতা সৃষ্টি এবং সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ’ -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় পালন করা হয়েছে ‘আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৪’। রবিবার বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় ‘অংশীদারীত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্পের’ আওতায় দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে উপজেলার সরই ইউনিয়নের কেয়াজু হেডম্যান পাড়ায় অনুষ্ঠিত হয় গ্রামীণ নারীদের নিয়ে উৎসাহ উদ্দীপনায় গ্রামীণ বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের ঐতিহ্যবাহী পিঠা, পাহাড়ি ফল সহ নারীদের হাতে বোনা, চাদর, ব্যাগ, ওড়না, থামি প্রদর্শন। এরপর সরই ইউনিয়ন পরিষদের সদস্য অংজারুং ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌজা হেডম্যান দুর্যোধন ত্রিপুরা।
এতে সংস্থার মনিটরিং অফিসার থুইচাহ্লা মার্মা, প্যারামেডিক উম্মে হাবিবা তামান্না, ফিল্ড ফ্যাসিলেটর মেমং মার্মা প্রমুখ অতিথি ছিলেন। গ্রাউসের উদ্যোগে নারীদের নিয়ে এ গ্রামীণ খেলাধুলা সহ বিভিন্ন আয়োজনের ভূয়শী প্রশংসা করেন মৌজা হেডম্যান দুর্যোধন ত্রিপুরা। ভবিষ্যতেও নারীদের সুরক্ষায় এ আয়োজন অব্যাহত রাখার দাবী জানান তিনি।