লামা প্রতিনিধি |
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বান্দরবান জেলা শাখার আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন দলের লামা উপজেলা ও পৌর শহর শাখার নেতা কর্মীরা। রবিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে বিশালটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদ চ্ত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির আহবায়ক মো. সাইফুদ্দিন সহ দলের শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
এ সময় নেতা কর্মীরা বলেন, ২০১৭ সালে মাম্যাচিংকে সভাপতি ও জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছিলো।
কেন্দ্র ঘোষিত সদ্য জেলা বিএনপি’র কমিটিতে সাবেক সাংসদ সাচিংপ্রু জেরীকে আহবায়ক, জাবেদ রেজাকে সদস্য সচিব করায় তাঁদের সমর্থিত নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে এ আনন্দ মিছিল করেন।