কুতুবদিয়া প্রতিনিধি |
কক্সবাজারের কুতুবদিয়ায় শ্বাসনালীতে বেলুন আটকে শারমিন জান্নাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উত্তর ধুরুং ফয়জানির পাড়ায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০ দিকে ওই গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে শারমিন জান্নাত (৫) বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে রঙ্গিন বেলুন ফুলিয়ে খেলা করছিল। হঠাত বেলুনে ছিঁড়ে শ্বাসনালীতে আটকে যায়।
কিছুক্ষণের মধ্যে শিশুটি অজ্ঞান হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডা: জয়নাব বেগম শিশুটি মৃত বলে জানান। মাগরিবের নামাযের পর পারিবাারিক কবরস্থানে জানাযা শেষে দাফন করা হয়।