লামা প্রতিনিধি।
লামা- আলিকদম উপজেলা ফারিয়ার কার্যকরী পরিষদের নির্বাচন ২৫ সম্পন্ন হয়েছে। শুক্রবার মারাইংতং হিল ভিউ রিসোর্টে সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোঃ আবদুল করিম (শরীফ ফার্মা) সভাপতি, মোবাশ্বের হোসেন সুমন (নাভানা ফার্মা) সহ সভাপতি, সাজ্জাদ মামুন(বেক্সিমকো) সাধারণ সম্পাদক, রাজু আহমেদ (বেক্সিমকো ফার্মা) অর্থ সম্পাদক ও মুর নবী(মেডিকন ফার্মা) ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন।
এতে লামা ও আলিকদম ফারিয়ার স্থায়ী পরিষদের সদস্য সিলভা ফার্মার আর এস এম জনাব নাছির উদ্দীন ও রেনেটা ফার্মার এরিয়া ম্যানেজার জনাব উজ্জ্বল সামন্ত অতিথি ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের জনাব এ এম ইমজামাম,জনাব মাহমুদুল হক,জনাব মিনহাজ উদ্দিন,জনাব এখলাছ উদ্দিন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন-উপদেষ্টা মাহমুদুল হক।সভাপতিত্ব করেন জনাব আহমুদুল্লাহ রাকিব।