লামা প্রতিনিধি |
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’এ শ্লোগানকে প্রতিপাদ্য করে সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও আন্তর্জাতিক নারী দিবস’২০২৫ পালন করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষ্যে এক র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় সহকারি কমিশনার (ভুমি) রুপায়ন দেব, প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, এনজেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, নারী নেত্রী শাহনাজ বেগম প্রমুখ অতিথি ছিলেন। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয়। এতে শতাধিক নারী অংশ গ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই। ছেলে বা মেয়ে হওয়ার কারণে সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না। পুরুষের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে।